আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য মোহাম্মদ মিঠুনকে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
ওয়েস্ট ইন্ডিজে চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলার জন্য আগামীকাল সেইন্ট লুসিয়ার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা। দুই ফরম্যাটের ক্রিকেটের জন্যই অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে মিঠুনকে।
সফরে বাংলাদেশ দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ৪ আগস্ট চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের উইন্ডিজ সফর। এরপর ১০ আগস্ট শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
চার দিনের খেলা শেষে ১৬, ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। সফর শেষে আগামী ২২ আগস্ট দেশে ফিরে আসবে দল।
এই সফরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও দলের বাইরে ছিটকে পড়া ক্রিকেটাররাও রয়েছে। দলের ফেরার জন্য এটি বড় মঞ্চ হতে পারে তাদের জন্য। এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক যাচ্ছেন না এই সফরে।
চার দিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।
ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।