তোর চেহারা কি হিরোর মত? আয়নায় একবার নিজের চেহারা দেখেছিস? হিরোর চেহারা কমেন হয় সিনেমায় দেখিস না? তোর হিরো নাম পরিবর্তন করবি।তোর জন্য আমরা দেশের বাইরে মুখ দেখাতে পারিনা।বাইরের দেশে তোর জন্য আমাদের অপমান করে। তুই বাংলাদেশের হিরো শুনতে লজ্জা লাগে। তোর নামে অনেক মামলা। এখন তুই কি করবি? তুই এতগুলো অন্যায় করছিস। সাইবার ক্রাইমে তোর ৭ বছর জেল হবে। এখন কী করবি বল? এভাবেই ডিবি অফিসে মানসিকভিাবে হিরো আলমকে নির্যাতন করা হয় তিনি অভিযোগ করেন।
এর আগে বুধবার ভোর ৬টার দিকে ডিবির লোকজন রামপুরা হিরো আলমের অফিস থেকে তাকে তুলে আনে। এবং দুপুর ২টার দিকে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।হিরো আলম এই মর্মে মুচলেকা দেন যে, তিনি আর রবীন্দ্র-নজরুল সংগীত গাইবেন না এবং পুলিশের পোশাক ব্যবহার করবেন না।