দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ গেছে আমজাদ নাশাত আবু আলিয়া (১৬) নামের এক ফিলিস্তিনি কিশোরের। শুক্রবার (২৯ জুলাই) রামাল্লার পূর্বাঞ্চলে চালানো হয় এ আগ্রাসন। এ ঘটনায় আহত আরও একজন। খবর টাইমস অব ইসরায়েলের।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় টায়ার পুড়িয়ে দখলদারদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন তারা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ছিলো বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এরপরই তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ইহুদি সেনারা।
এক বিবৃতিতে তেল আবিব দাবি করেছে, বিক্ষোভকারীদের হামলা ঠেকাতে গুলি চালাতে বাধ্য হয়েছে সেনারা। এদিকে এ হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।