বাংলাদেশর ক্রিকেটে সাকিব আল হাসান মানেই আলোচনর খোড়াক।বাংলাদেশের পাশাপাশি, ঘরোয়া কিংবা ফ্রানঞ্চাইজি ক্রিকেটে অর্জনের পাল্লা বেশ ভাড়ী এই অলরাউন্ডারের।জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান।যুক্তরাষ্টের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, সঠিক দাড়াতেই রয়েছে বাংলাদেশের ক্রিকেট।তবে বৈশ্বিক ক্রিকেটের অগ্রগতিতে ভক্ত সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে। তিনি বলেন, আমরা ওডিআইতে ভাল করছি কিন্তু অন্য যে দুই ফরমেট আছে সেখানে আমাদের উন্নতি করতে হবে। এই দুই ফরমেটে আমরা আসলেই স্ট্রগাল করছি।বিসিবি ও অনেক পদক্ষেপ নিচ্ছে।যেন আমরা ভাল কিছু করতে পারি।
সাকিব আরো বলেন, এখন আইপিএল এমন একটি মঞ্চ যেখান থেকে তরুন খেলোয়াড় তুলে আনতে সাহায্য করে।আপনি স্বীকার করেন আর না করেন এখন সবাই এখন এখানে খেলতে চায়।শুধু আইপিএল কেন যে কোন ফ্রানঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগ থাকলে তা গ্রহণ করা উচিত।কারন এ সব লিগ খেললে খেলোয়াড়দের স্কিল বাড়ে,গেম সেন্স বাড়ে।বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে ফ্রানঞ্চাইজি বা বিপিএল ক্রিকেটের বিকল্প নেই।
উল্লেখ্য,দেশের দুই অঙ্গনের পোস্টার বয় ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিনেতা শাকিব খান। এবার এই দুই তারকাকে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায়। এর আগে এই দুজনকে দেখা গিয়েছিল একসঙ্গে টেলিভিশন পর্দায়।