কালিয়াকৈর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুরের মাকিষবাথান এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত (৩০জুলাই) শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনায়টি ঘটে। এতে ঘটনাস্থলে সাথে সাথে মারা যায় ২জন। পরে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে একজন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল (কেপিজে) হাসপাতালে নিলে গেলে আরো একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যায়। নিহতরা হলেন, টাংগাইল জেলার ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (৩২), তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। অপর নিহতরা হলেন, বরগুনা জেলার বরগুনা সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু ( ৪৫), তিনি স্থানীয় একটি কারখানায় চাকুরী করতেন। গাজীপুর জেলার কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম(৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরে থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনটি উপজেলার লতিফপুর এলাকার মাকিষবাথান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একাডেমিক ভবণের সামনে এসে পৌঁছালে অপরদিক চন্দ্রা থেকে কালিয়াকৈর আসার উদ্দেশ্যে কালিয়াকৈরে পরিবহন ঘটনাস্থলে পৌঁছালে দুই বাস এক সাথে খাড়াজোড়া থেকে আসা নিষিদ্ধ অটোরিকশা যাত্রী নিয়ে উপজেলার লতিফপুরের দিকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে কালিয়াকৈর পরিবহনের অটোরিকশাটিকে চাপ দেয়। এতে অটোরিকশা ও ইতিহাস পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সৃষ্টি হয়। বিকট শব্দে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে। রক্তে ভিজে যায় মহাসড়কের রাস্তাটি। এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকশার চালকসহ আরো একজন যাত্রী মারা যায়। পরে এলাকাবাসী কয়েক জনকে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ (কেপিজে) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন ৩জনকে মৃত ঘোষণা করেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫জন। এঘটনায় ঘাতক ইতিহাস পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। তবে কালিয়াকৈরে পরিবহনটি ঘটনাস্থলে থেকে দূত পালিয়ে যায়। এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়ির চালক ও হেলপার ততক্ষণে পালিয়ে যায়। এবিষয়ে কাউকে আটক করা যায়নি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক ইতিহাস পরিবহন বাস গাড়িটি জব্দ করা হয়েছে। এসময় কালিয়াকৈর পরিবহন দূত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুজনের লাশ ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ (কেপিজে) হাসপাতালে থেকে আরো ২জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অপর নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তার পরিবার মৃত্যুর কথাটি নিশ্চিত করেন। এ নিয়ে মোট ৫জন নিহত হয়। সকলের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।