প্রশাসনিক কাজের সুবিধার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আরও সাত জেলার নাম ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মধ্যে একটি হলো সুন্দরবন।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা। আগামী ছয় মাসের মধ্যেই জেলার সংখ্যা ২৩ থেকে বেড়ে হবে ৩০।
নতুন ৭টি জেলার ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘প্রশাসনিক কাজের সুবিধায় ৭টি নতুন জেলা হচ্ছে রাজ্যে। তার ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা।
দ্বিতীয় জেলা ইছামতী। উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এ নতুন জেলা।
তৃতীয় নতুন জেলা বসিরহাট (নাম পরে ঘোষণা করা হবে)। উত্তর ২৪ পরগনার বসিরহাট নিয়ে হচ্ছে এ জেলা। চতুর্থ জেলা রানাঘাট। নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা।
পঞ্চম জেলা বিষ্ণুপুর। বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা। ষষ্ঠ জেলা কান্দি। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি। সপ্তম বহরমপুর। মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা।
পশ্চিমবঙ্গের বর্তমান ২৩ জেলা হলো-আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।
এর আগে ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা এবং দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়েছিল।
সূত্র: আনন্দবাজার।