সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব।
মঙ্গলবার (২ আগস্ট) ভোরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
বিবৃতিতে বলা হয়, আল-জাওয়াহিরিকে সন্ত্রাসবাদের শীর্ষ নেতাদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়, যারা যুক্তরাষ্ট্রে জঘন্য সন্ত্রাসী অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল। তারা সৌদি নাগরিকসহ বিভিন্ন জাতি ও ধর্মের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে।
এতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও নির্মূলে সহযোগিতা জোরদার করার এবং সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছে সৌদি আরব।
সন্ত্রাসী সংগঠনের হাত থেকে নিরপরাধ মানুষকে রক্ষা করার জন্য সহযোগিতা করতে সব দেশকে আহ্বান জানানো হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার (৩১ জুলাই) আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএ পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে তিনি নিহত হন।
বাইডেন বলেন, জাওয়াহিরি আমেরিকান জনগণের বিরুদ্ধে হত্যা ও সহিংসতা চালিয়েছিলেন। এখন বিচার হয়েছে এবং এই সন্ত্রাসী নেতা আর নেই।
কর্মকর্তারা জানান, জাওয়াহিরি একটি সেফ হাউসের বারান্দায় অবস্থান করার সময় ড্রোনটি তাকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেখানে তার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। তবে তারা অক্ষত আছেন। শুধু জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে।