কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ শোকাবহ ও বেদনাদায়ক ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, মাদারীপুরের ডাসার উপজেলায় শোকাবহ ও বেদনাদায়ক ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে, উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন, ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এ্যান্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর খন্দকার মোহাম্মাদ সোহেল,
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, ডাসার ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার, বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন,ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক রতন-দে, কার্যকারী সদসদ্য রায়হান উদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, আগস্ট মাস একটি শোকাবহ মাস। আগামী ৫ই আগস্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র ৯২ তম জন্মবার্ষিকী এবং ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাৎবার্ষির্কী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের বিভিন্ন কর্মসুচির দিন ও সময় সম্বন্ধে আলোচনা করেন।