কুমিল্লার বরুড়া উপজেলায় জন্ম নেওয়া যমজ শিশু পদ্মা ও সেতুর নাম পরিবর্তন করে আয়শা-আরোহী আঁখি রাখা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে যমজ শিশুর মা সাবিকুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবিকুন নাহার ঝুমুর জানান, জন্মের ছয়দিন পর গত ২৭ জুন শিশু দুটির নাম পদ্মা ও সেতু পরিবর্তন করে উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি রাখা হয়।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, শিশু দুটির নাম তাদের পরিবারের লোকজনের সম্মতিতে পদ্মা ও সেতু রাখা হয়েছিল।
উল্লেখ্য, গত ২১ জুন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ কন্যাশিশুর জন্ম দেন সাবিকুন নাহার ঝুমুর। ওই দিনই পরিবারের সম্মতিতে শিশু দুটির নাম পদ্মা এবং সেতু রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। তবে সাবিকুন নাহার ঝুমুর বরুড়ার শশইয়া দক্ষিণপাড়া ডিলার বাড়ির সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী।