সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে গণ অধিকার পরিষদের সাথে সংলাপে বসেছে বিএনপি।
বিএনপির চলমান সংলাপের অংশ হিসেবে বুধবার রাজধানীর পল্টনস্থ গণ অধিকার পরিষদ কার্যালয়ে এ সংলাপ শুরু হয়।
সংলাপে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। অন্যদিকে রেজা কিবরিয়ার নেতৃত্বে অংশগ্রহণ করেছেন গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ।
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে এ বৈঠক করছে বিএনপি।
এর আগে গত ২৪ মে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল।