ম্যাচ চলাকালীন নারী রেফারিকে ঘুষি মেরে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান তিরোনে। ঘটনাটি আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবল প্রতিযোগিতার। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন দৈনিক ওলে।
সোমবার আর্জেন্টিনার ট্রেস আরোয়োস স্টেডিয়ামে বুয়েন্স আয়ার্সের স্থানীয় তৃতীয় বিভাগ লীগে মুখোমুখি হয় দেপোর্তিভো ইন্ডেপেন্ডসিয়া এবং দেপোর্তিভো গার্মেন্স। সে ম্যাচে নারী রেফারি দালমা কোর্তাদি লাল কার্ড দেখান গার্মেন্সের ফুটবলার তিরোনেকে। রেফারির সিদ্ধান্তে চটে গিয়ে তাকে ঘাড়ে সজোরে ঘুষি মারেন তিরোনে। এই ঘটনার পর মাঠ থেকেই তাকে গ্রেফতার করা হয়।
আঘাতের পরপরই মাটিতে লুটিয়ে পড়েন রেফারি কোর্তাদি। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসা নেয়ার পর সেরে ওঠেন কোর্তাদি। অনাকাক্সিক্ষত এই ঘটনার পর ম্যাচটিও বাতিল হয়ে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে ওলেকে কোর্তাদি বলেন, ‘আমি আকষ্মিক এই হামলার পর মাঠের মধ্যে পড়ে যাই। সে মুহূর্তে আমি কিছু মনে করতে পারছিলাম না।
যখন উঠে দাঁড়ালাম তখন খুবই খারাপ লাগছিল এবং মনে হচ্ছিল কেউ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, সে জন্য আমি যথাপোযুক্ত বিচার দাবি করছি।’
কোর্তাদি মনে করেন এই ঘটনায় লিঙ্গ কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘এখানে লিঙ্গ কোনো বিষয় নয়। হয়তো আমি নারী বলে সবাই আলাদা মনে করছে। কিন্তু এ ধরনের ঘটনার শিকার তো কোনো পুরুষের ক্ষেত্রে ঘটতে পারে।’
কোর্তাদি বলেন, ‘ডাক্তার আমাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আঘাতটা ঘাড়ে পেয়েছি আমি। মাঠে আমাকে অপমান করার জন্য তিরোনেকে লাল কার্ড দেখিয়েছিলাম আমি। আর এজন্যই আমাকে সে আক্রমণ করে। এই ঘটনায় আমি হতবাক। আমি পরিবার ও বন্ধু-বান্ধবদের সমর্থন পাচ্ছি।’