বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ ‘পরাণ’ সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের মন কেড়েছেন। সেই রেশ না কাটতেই এই জুটিকে ফের সিনেমা হলে আনার প্রস্তুতি চলছে। সম্প্রতি মিম-রাজ অভিনীত ‘দামাল’ সিনেমাটি সেন্সরে জমা পড়েছে। ‘দামাল’র পরিচালকও রায়হান রাফি। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।