‘পরাণ’-এ মজেছে দর্শক। মুক্তির প্রায় মাস খানেক হতে চললেও প্রেক্ষাগৃহে পরাণের দর্শকের উপচেপড়া ভিড়। এক শো শেষ না হতেই পরবর্তী শো’র জন্য দর্শকের লম্বা লাইন লেগে থাকছে।
গত বুধবার (৩ আগস্ট) স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখতে গিয়েছিলেন এক বৃদ্ধ। তার পরনে ছিল সাদা শার্ট আর লুঙ্গি, এখানেই বিপত্তি। লুঙ্গি পরে যাওয়ার কারণে তার কাছে টিকিট বিক্রি করেননি সনি সিনেমা হলের টিকিট সেলার। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আমরা স্পষ্ট করতে চাই যে, স্টার সিনেপ্লেক্স গ্রাহকদের প্রতি কোনো বৈষম্য করে না; অন্তত একজন ব্যক্তির পোশাকের ওপর ভিত্তি করে। আমাদের সংস্থায় এমন কোনো নীতি বিদ্যমান নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরা বেছে নেওয়ার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে।
আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের সিনেমা হলে তাদের পছন্দের সিনেমা দেখার জন্য সবাইকে স্বাগতম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল-বোঝাবুঝির ফলাফল। আমরা এমন একটি ঘটনা ঘটতে দেখে গভীরভাবে মর্মাহত এবং এটি আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ।
আমরা স্টার সিনেপ্লেক্সে গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে আমরা এই ব্যক্তিকে তার পরিবার নিয়ে সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাতে চাই। আমরা এই ঘটনাটি তদন্ত করছি। কারণ, আমরা কথা বলছি যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল-বোঝাবুঝি না ঘটে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’
স্টার সিনেপ্লেক্সের সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে নির্মাতা রায়হান রাফি লিখেছেন, ‘বাংলা সিনেমা এখন যে ভালো অবস্থার দিকে যাচ্ছে, তার অনেকটুকু অবদান স্টার সিনেপ্লেক্সের। এটা মানতেই হবে, তারা বাংলা সিনেমাকে ভালোবাসেন এবং পাশে থাকেন। আমার মনে হয় আমাদেরও স্টার সিনেপ্লেক্সের পাশে থাকা উচিত। তারা অবশ্যই সঠিক তদন্ত করবে। তাই আপনার প্রিয় যেকোনো পোশাকেই ‘পরাণ’ দেখুন।’
অন্যদিকে ‘পরাণ’-এর নায়িকা বিদ্যা সিনহা মিম সেই বৃদ্ধের সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি তাকে নিয়ে একসঙ্গে সিনেমা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মিম লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সঙ্গে বসে পরাণ দেখব।’
তিনি আরও লেখেন, ‘আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ। তাকে খুঁজতে আমাদের সাহায্য করুন। উনি লুঙ্গি পরেই পরাণ দেখবে আমার টিমসহ।’
প্রসঙ্গত, ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করেছে মিমের ‘পরাণ’। দর্শকের আগ্রহে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হল সংখ্যা। প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। রায়হান রাফির পরিচালনায় এতে মিমের সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।