কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ কালকিনিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল জব্দ করেছে কালকিনি উপজেলা মৎস্য অফিস।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা হাটে অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির মাছের ক্ষতিকারক অবৈধ চায়না জাল আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা দুই দোকানদার আব্দুল আলীম ও মোঃ মিয়াচানকে ১০,০০০ দশ হাজার টাকা করে মোট ২০,০০০/বিশ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত অবৈধ চায়না দূয়ারী জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জানান, বৃহস্পতিবার সকালে ফাসিয়াতলা হাটে কিছু দোকানদার দূয়ারী জাল ও কারেন্ট জাল অবৈধ ভাবে বিক্রি করে আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এই অভিযান চালানো হয়।
এ সময় কালকিনি উপজেলা নির্বাহী অফিসার,কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথভাবে অভিযান চালিয়ে ৭১টি অবৈধ চায়না দুয়ারী জাল, প্রায় ৫০,০০০/পঞ্চাস হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। পরে সেগুলো ইউএনও পিংকি সাহা উপস্থিতিতে আলিনগর ইউপি পরিষদের পাশে ব্রীজ সংলগ্ন বালুর মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।