আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (৬ আগস্ট) ফের বোমা বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবরে বলা হয়েছে, শহরের পশ্চিমাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই অঞ্ছলে কিছু মুসলিম শিয়া সম্প্রদায়ের বাসস্থান ছিল বলে জানা যায়।
এর আগে শুক্রবার (৫ আগস্ট) কাবুলে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী একটি বিস্ফোরণ ঘটায়। এই হামলায় অন্তত আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছে বলে জানা যায়। শুক্রবারের (৫ আগস্ট) এই বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবারের হামলার পর স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। তবে এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন।