চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্যই কোনোরকম শুল্ক ছাড়া রপ্তানি করতে পারবে বাংলাদেশ।
রোববার (৭ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, চীন আরও এক শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এতে করে বাংলাদেশ এখন থেকে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এর মধ্যে পোশাক শিল্পসহ অন্যান্য পণ্য শুল্কমুক্ত সুবিধাও রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে যেসব পণ্য ছাড় দিবে তার একটি তালিকা খুব শিগগিরিই দেবে চীন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ তালিকা কার্যকর হবে।
এর আগে, বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। সেগুলো হলো- সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা ও সমুদ্র বিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা। আরও একটি বিষয়ে চুক্তি সই হয়েছে সেটা বিবৃতিতে জানানো হবে।