জয়পুরহাট প্রতিনিধিঃ গণতান্ত্রিক আন্দোলনের কর্মী নুরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানী তেল ও সারের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের উদ্যোগে রবিবার বেলা ১২ টায় শহরের রেলস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় ও আহবায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান সুইট,সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব শামস মতিনসহ কৃষক দল,যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেল ও সারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। এতে সরকারের কোনো কিছু যায় আসে না, কিন্তু সাধারণ মানুষ মহাবিপাকে পড়েছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে