ভোলা প্রতিনিধিঃ ভোলায় গত ৩১ জুলাই পুলিশ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা-কর্মী।
জামির সংক্রান্ত শুনানি নিয়ে রোববার (৭ জুলাই) দুপুরে হাইকোর্টের বিচারপতি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের দ্বৈত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান ও ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস এ তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল আদালতে জামিনের পক্ষে শুনানি করেন। এসময় আদালতে একাধিক বিএনপি পন্থী আইজীবীরা উপস্থিত ছিলেন।
এ মামলায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিএনপির সকল নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেন। আগামী ছয় সপ্তাহের মধ্যে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য- গত ৩১ জুলাই রোজ রোববার জ্বালানি তেল,গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দেন। এতে পুলিশ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল কর্মী আব্দুর রহিম নিহত হন। পুলিশ ওই ঘটনায় ভোলা জেলা বিএনপির সভাপতি/ সম্পাদকসহ প্রায় ৪ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।