জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৩৬৯ বিলিয়ন ডলারের বিল পাস করলো যুক্তরাষ্ট্রের সিনেট। ভোটাভুটির জন্য পাঠানো হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। খবর রয়টার্সের।
দীর্ঘ ১৮ মাস তর্ক-বিতর্কের পর কাঙ্খিত লক্ষ্য অর্জন হয় ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। রোববারও (৭ আগস্ট) সিনেটে সমান সংখ্যক বা ৫০টি করে ভোট পড়ে প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে। তবে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ব্যবহার করেন বিশেষ ক্ষমতা বা টাইব্রেকার ভোট। তাতে মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয় বিলটি।
অবশ্য, প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানে অনায়াসে বিলটি পাস হবে। পরে, প্রেসিডেন্টের স্বাক্ষরে আইনে পরিণত হবে। এর ফলে, ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর নানা উদ্যোগ গ্রহণ করতে পারবে যুক্তরাষ্ট্র। জীবাশ্ব জ্বালানির বিকল্প অনুসন্ধানে খরচ হবে বাজেটের বড় অংশ। তাছাড়া, প্রাকৃতিক দুর্যোগ ও বৈরি আবহাওয়া থেকে মার্কিনিদের রক্ষায় বানানো হবে স্থাপনা।