করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। কিটটি দিয়ে পরীক্ষা করতে খরচ পড়বে ২৫০ টাকা।
রোববার (৭ আগস্ট) সকালে রাজধানীর বিসিএসআইআর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কিট উদ্ভাবনের ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কিটটি কোভিড-১৯ শনাক্তকরণের জন্য সহজ ও দশগুণ সাশ্রয়ী হবে। কিটটির নাম রাখা হয়েছে ‘বিসিএসআইআর কোভিড’। এ কিট উদ্ভাবনে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
এরইমধ্যে ওষুধ প্রশাসন অধিদফতর এই কিট উৎপাদনে অনুমোদন দিয়েছে। এছাড়া কিটের এথিকেল ক্লিয়ারেন্স দিয়েছে বাংলাদেশ মেডিকেল গবেষণা পরিষদ।