বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের উদ্যোগে কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীসহ আ’লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বনপাড়া পৌর যুব লীগ, পৌর ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন আ’লীগের উদ্যোগে স্ব স্ব কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত হয়েছে।