জ্বালানির দাম বৃদ্ধিতে লঞ্চ ভাড়া সর্বনিম্ন ১৯ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়িয়ে সমন্বয়ের প্রস্তাব করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভাড়া নির্ধারণ কমিটি।
এর আগে, সোমবার দুপুরে সচিবালয়ে ভাড়া বৃদ্ধি নিয়ে অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে নৌযানের ভাড়া যৌক্তিক পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়। এদিকে, নৌমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব জানিয়ে ১০ আগস্ট ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানানো হবে বলে জানিয়েছেন নৌ সচিব মোস্তফা কামাল।
উল্লেখ্য, ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিল নভেম্বরে।