গতকাল সোমবার সিঙ্গাপুরে সোহানের অস্ত্রোপাচার করা হয়েছে। তাই আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। গত ৩১ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে সোহান আঙ্গুলে আঘাত পান । সফরের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েন।
বাংলাদেশের বেশ কয়েক জন খেলোয়াড় ইনজুরিতে পরেছেন। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে দল ঘোষণার জন্য সময় বাড়ানোর জন্য অনুরোধ করে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগষ্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। আসরের জন্য বৃহস্পতিবারের মধ্যে দল ঘোষণা করতে পারে বিসিবি।
সোহানের সাথে যাওয়া বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, সোহানের সেরে উঠতে প্রায় চার সপ্তাহ লাগতে পারে। আজ মঙ্গলবার তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।
এদিকে লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। পেসার মুস্তাফিজুর রহমানও চোটে আছেন। অলরাউন্ডার সাইফুদ্দিনও পিঠের সমস্যা হতে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি।
প্রথম ওয়ানডেতে শরিফুল ও মুশফিক যথাক্রমে হাঁটু এবং বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছিলেন। যদিও তারা এখনও সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলেছেন্