পাকিস্তানে চলমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো সাড়ে ৫ শ’ জনে। এতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খবর রয়টার্সের।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত দেশের ৫০ হাজারের বেশি ঘরবাড়ি-স্থাপনা। বাধ্য হয়েই আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, সাধারণ বর্ষা মৌসুমের তুলনায় এবার ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা, গেলো ৩০ বছরে দেখেনি পাকিস্তান। আগামী সপ্তাহে করাচিসহ বড় শহরগুলোয় ভারি বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে।