জিম্বাবুয়ের সাথে সিরিজ হারার পর এবার আরেকটি দুঃসংবাদ পেল টাইগারেরা।হারারে ক্লাব স্পোর্টস মাঠে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) আইসিসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে দুই ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। আইসিসির নিয়মে বলা আছে, পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে হবে। তাইতো বাংলাদেশের দুই ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা গুনতে হয়েছ। ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তামিম ইকবাল।ফলে আনুষ্ঠানিক শুনানির ্ প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ১০ আগস্ট একই মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।