সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বেশ জোরসোরেই বলা হচ্ছে। আর এদিকে দুঃসহ গরমে টিকে থাকা মুশকিল। বিশেষত অফিস সেটাআপে সে কাজ অনেক কঠিন। কিন্তু ঘরে তো আর সচরাচর এসি থাকেনা। সেক্ষেত্রে এসি ছাড়া কি ঘর ঠাণ্ডা রাখা সম্ভব না? অবশ্যই সম্ভব। আসুন তাই দেখা যাক
দুপুরে জানালা বন্ধ করে পর্দা টেনে দিন
সকালের মিষ্টি রোদ গেলেই সূয্যিমামার প্রতাপে টিকে থাকা মুশকিল। ঘড়ির কাটা এগারোর ঘরে গেলেই জানালাটা এটে পর্দা টেনে দিন। এতে ঘরে তাপ কম প্রবেশ করবে। এসময় পাখা চালিয়ে রাখুন। বিকেলের দিকে জানালা খুলে দিন।
চাদর
হালকা রঙের হওয়ায় চাদর কিংবা পর্দা কম তাপ প্রতিফলিত করে
লিনেন না সুতি কাপড়ের পর্দা ব্যবহার করুন
প্রাকৃতিক ফ্যাব্রিকের পর্দা বা বেডশিট ব্যবহারে মনোযোগী হন। এ ধরণের পর্দা বা বেডশিট হালকা রঙের হয়ে থাকে। হালকা রঙের হওয়ায় চাদর কিংবা পর্দা কম তাপ প্রতিফলিত করে। এভাবে ঘর ঠাণ্ডা রাখা সহজ হয়।
আবছা অন্ধকার রাখুন ঘর
ঘরে রাতে বাতি বেশিক্ষণ জালিয়ে না রেখে আবছা অন্ধকার পরিবেশ তৈরি করে নিন। প্রয়োজনে সিএফ ল্যাম্প ব্যবহার করুন।
গাছ
ঘরে গাছ রাখলে তা তাপ শুষে নেয় সহজে
ঘরে গাছ রাখুন
ঘরে গাছ রাখলে তা তাপ শুষে নেয় সহজে। বিভিন্ন মানিপ্ল্যান্ট, স্ন্যাকপ্ল্যান্ট ঘরের সৌন্দর্য্যবর্ধনের পাশাপাশি ঘর ঠাণ্ডাও রাখে।
কিচেনে এগজস্ট ফ্যান চালু রাখুন
রান্না করার সময় চুলোর তাপে পুরো ঘর গরম হয়ে যেতে পারে। সেজন্যে এগজস্ট ফ্যান চালু রাখুন। তাপ বেশি চড়ার আগেই রান্না শেষ করুন।