মিজানুর রহমান: প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ যখন পরিবেশ কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায় আর পরক্ষণেই শুরু হয় ঝুম বৃষ্টি, তখন আনন্দে ভরে ওঠে মন। একটু বৃষ্টিকে ছুঁতে ইচ্ছা করে, একটু ভিজতে ইচ্ছে করে। বাতাসের সাথে বৃষ্টির ফোঁটার দিক পরিবর্তনের ধারাটাকে অনুসরণ করতে ইচ্ছে করে। আর ছাত্রজীবনের মতো চঞ্চল সময়ে এই ইচ্ছেটা যেনো মাত্রা ছড়িয়ে যায়। বৃষ্টি শুরু হওয়া মানেই ভিজতে হবে, মা আশেপাশে নেই যে তিনি বারণ করবেন। সুতরাং এখন ভিজতে হবে। আর যদি একান্তই ভিজতে না পারি ছাতা মাথায় দিয়ে বৃষ্টিকে একটু ছুঁয়ে দিতেই হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহাজাদপুরের নৈসর্গিক পরিবেশে মাঝে মধ্যেই এইরমক ঝুম বৃষ্টির দেখা মেলে। আর সেই সুযোগ হাতছাড়া করেন না রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। বৃষ্টিকে তারা আপন করে নিয়েছেন।
সকালে তারা ক্লাসে এসেছিলেন, দুপুর পর্যন্ত ক্লাস করে যখন ক্লাস থেকে বের হলেন ঠিক তখনই তাদের হৃদয়ে দোলা দিয়ে বয়ে যায় পৃথিবী শীতলকারী ঠাণ্ডা বাতাস, শুরু হয় ঝুম বৃষ্টি। তাদের সারাদিনের ক্লান্তি যেনো সেই বাতাসের সাথেই উড়ে চলে যায়। আর মন কে রিক্ত করতে বাকি থাকে বৃষ্টিতে ভেজা। তারা নেমে পরলেন বৃষ্টিতে ভিজতে। ছেলেদের বৃষ্টিতে ভেজা হবে কিন্তু ফুটবল খেলা হবে না সেটা কি আর হয়? ফুটবল আনা হলো, খেলা শুরু হলো।
কেউ কেউ আবার ছাতা মাথায় দিয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিয়ে বৃষ্টি বিলাস করছেন। বৃষ্টিতে ভিজেই পাশের চায়ের টং এ গিয়ে লেবু চায়ের অর্ডার দিলেন শিক্ষার্থী লিমন মিয়া। তিনি বলেন ” লেবু ছাড়া চা জমে না, আর চা ছাড়া বৃষ্টি বিলাস জমে না”
আর ওই দিকে ফুটবল খেলায় ২ গোলে জিতে গেল কামরুল হাসানের দল।