‘দেশের মানুষ না খেয়ে নেই। প্রত্যেকের গায়ে জামাকাপড় রয়েছে। আমরা খুব খারাপ অবস্থায় আছি বলে মনে করি না’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, গ্রামের প্রায় সব রাস্তাঘাটই পাকা হয়ে গেছে। প্রত্যেক গ্রামে প্রাইমারি স্কুল করা হয়েছে, ঘর না থাকলে ঘর করে দেওয়া হচ্ছে। আমি মনে করি না, আমরা খুব খারাপ অবস্থায় আছি।
তিনি বলেন, করোনার মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারাবিশ্বেই এখন টালমাটাল অবস্থা। এখন আবার তাইওয়ানের সঙ্গে চায়নার উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। সেটির প্রভাব কিন্তু সারাবিশ্বে পড়বে।
মন্ত্রী বলেন, আমাদের সবার এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে হবে, একসঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করতে হবে। ৯০ শতাংশ মানুষ একাত্ম থাকলে আমরা বিজয় অর্জন করব।
তাজুল ইসলাম বলেন, কেউ বলতে পারবে না পৃথিবীর অবস্থা কোনোদিকে যাবে। দুঃসময় সারাপৃথিবীতেই চলছে। এটি বর্তমান সরকার তৈরি করেনি।