ভোলা প্রতিনিধি: জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ও বাল্যবিবাহ প্রতিরোধে চরফ্যাশন উপজেলার শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে শশীভূষণ থানা পুলিশের আয়োজনে স্কুলের হলরুমে এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় শশীভূষণ থানার পুলিশ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান পাটোয়ারী, সেকেন্ড অফিসার কমলেশ দাস, বিট অফিসার আবু হানিফ, স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. তারেক পন্ডিত, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মো. শাহে আলম, আব্দুর জাহের, রওশন আরা পারভীন, মো. মাকসুদুর রহমান, মো. মোশারেফ হোসেন, মো. জসিম উদ্দিন, মো. ইউসুফ, সুকান্ত চন্দ্র দাস, মোসাঃ কহিনুর বেগম, মাওঃ আবু জাফর, মো, শিপন, মো. এনায়েত হোসেন, হোসনেরা বেগম, রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলম পন্ডিত উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ছাত্র-ছাত্রীদের মাঝে জঙ্গি, ইভটিজিং, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং, ও বাল্যবিবাহের কু-ফল তুলে ধরেন এবং সকলকে সচেতনতার মাধ্যমে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।