জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সুমন হোসেন (২৪) নামে এক সবজি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সুমন হোসেন ওই গ্রামের হবিবর রহমান ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাতে সবজি ব্যবসা করে পরিবার নিয়ে বসবাস করতেন সুমন হোসেন। হঠাৎ শনিবারে পারিবারিক কাজে গ্রামের বাড়িতে আসেন সে। সোমবার ভোরে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের পাশের রুমে ওরনা দিয়ে সিলিং ফ্যানের সহিত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমন হোসেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সুমন হোসেনের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান মাহমুদ বলেন, প্রাথমিক ভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আসল তথ্য জানা যাবে।