নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলা আওয়ামী লীগ ও বনপাড়া পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের সকল শহীদের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। এতে প্রধান বক্তা হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন ও অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. একেএম শাহজাহান কবির, সাবেক শিক্ষা-মানব সম্পদ সম্পাদক অধ্যক্ষ আব্দুল রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে জাতির জনক সহ সকল শাহাদাৎ বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।