চলতি বছর প্রথমবারের মতো নতুন টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। তবে একই সময়ে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াতেও টি-টোয়েন্টির আসর বসতে যাচ্ছে।
আর সেই শিডিউল সংঘাত এড়াতে কাজ করছে আমিরাতের আয়োজকরা। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) আসর বসবে জানুয়ারিতে। আয়োজকদের দাবি, আইপিএলের পর এটাই হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় আকর্ষণীয় টি-টোয়েন্টি লিগ।
প্রথম এই আসরে ছয়টি টিম অংশ নেবে। একই সময়ে সাউথ আফ্রিকাতে নতুন টি-টোয়েন্টির আসর বসবে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের আসরও একই সময়ে।
আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার কথা বিবেচনায় ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি চলবে এই আসর। একই সময়ে অন্য বোর্ডেরও আসর বসবে, তাই চেষ্টা করা হচ্ছে শিডিউল সংঘাত যতোটা কমানো যায়।
সূত্র: খালিজ টাইমস