২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তার অং সান সু চি। এরপর থেকে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের একটি আদালত দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।
বার্তা সংস্থা খবর রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার (১৫ আগস্ট) এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সু চির বয়স ৭৭ বছর। স্বাস্থ্য ও শিক্ষার প্রচারে তার প্রতিষ্ঠিত সংস্থা ডাও খিন কি ফাউন্ডেশনের তহবিলের অপব্যবহার, সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ে লিজ গ্রহণ এবং নিয়ম লঙ্ঘন করে বাড়ি তৈরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
তবে সেনাবাহিনীর হাতে বন্দি হওয়ার পর এই প্রথম তিনি দণ্ডিত হননি। এর আগেও দুর্নীতি, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের অভিযোগে তার মোট ১১ বছরের কারাদণ্ড হয়েছে।
সর্বশেষ কারাদণ্ডের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।