সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। আরব নিউজ আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোবান শহরের সীমান্তবর্তী এলাকায় সিরিয়ার আসাদ সরকারের বাহিনী ও কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে এক শিশুও ছিল।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়া যোদ্ধারাও তুরস্কের সীমান্তবর্তী সামরিক ফাঁড়িতে পাল্টা হামলা চালিয়েছে। সানলিউরফা প্রদেশের ওই হামলায় কমপক্ষে একজন সেনা নিহত ও চারজন আহত হয়েছে।
সিরিয়ার কুর্দি যোদ্ধাদের মর্টার হামলার পর তুর্কি বাহিনী কোবানে হামলা চালায়। আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। সেখানে এখনো অভিযান চলছে।
কোবানের স্থানীয় এক দোকানি বলেন, ‘মঙ্গলবার হামলা তীব্র আকার ধারণ করে। হামলা থেকে বাঁচতে মানুষ এদিক ওদিক ছুটছিল। তারা তাদের স্বজনরা ও বন্ধুরা কে কোথায় আছে- জানার চেষ্টা করছিল। এরপরই বিস্ফোরণের শব্দ জোরালো হতে শুরু করলো, সব স্থান থেকেই শব্দ শোনা যাচ্ছিল। সবাই চিৎকার করছিল। এত আতঙ্ক… এখন সবাই যে যার ঘরে বন্দী’।