ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন এক ববির প্রেমের গুঞ্জন অনেক পুরনো। তবে সম্প্রতি প্রেমের কথা প্রকাশ্যে আনলেন তিনি। অকপটে জানালেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি।
সম্প্রতি ববির জন্মদিনে শুভেচ্ছা জানান সাকিব। ফেসবুকে ছবি পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ এক ক্যাপশন লেখেন তিনি। এমন পোস্টের পরপরই ভক্ত-অনুরাগীরা ধারণা করেন, তবে কি এই যুগল বিয়েও সেরে ফেলেছেন।
বিষয়টি পরিষ্কার করতেই ফেসবুকের এক স্ট্যাটাসে ববি জানালেন, বিয়ে নয়, আপাতত প্রেম করছেন তারা। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়ে করতে পারেন তারা।