(হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ের গাজা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ আগষ্ট২২) ইং দুপুরে হবিগঞ্জ বিচারক আদালতে মাদক ব্যবসায়ী কে সোপর্দ করেন বানিয়াচং থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী তায়েব আলী কে ১ কেজি গাজা সহ গ্রেফতার করেন গত কাল দিবাগত রাত ০০.৪৫ ঘটিকার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ, অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী জাতুকর্ণপাড়া (শরীফ উদ্দিন রোড বন্দের বাড়ীর মৃত কমর উদ্দিন, তায়েব আলী মিয়া (৬০) থানা বানিয়াচং জেলা হবিগঞ্জ কে ০১(কেজি) গাঁজাসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রুজু আছে।আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতিসহ আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের অভিযান অব্যাহত আছে।