বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলার থেকে নিখোঁজ হওয়া ১১ জেলের ভারতে সন্ধান পাওয়া গেছে।
শনিবার (২০ আগস্ট) আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের সাউথ সুন্দরবন ফিসারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়ন উদ্ধারকৃত জেলেদের তথ্য আমাকে জানিয়েছে এবং ছবিসহ পাঠিয়েছে। এরমধ্যে জেলে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। এছাড়া ইব্রাহীম, ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসুল্লী, আবুল কালাম, আব্বাস গাজী সাজু, আকবর হোসেন তাদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে।
আনসার উদ্দিন জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতায় কন্টলরুমে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের ৭টি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় মৎস্য ইউনিয়নের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আরো কোনো নিখোঁজ জেলেদের সন্ধান পেলে তারা আমাদের অবহিত করবেন।
মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে। এছাড়া কুয়াকাটা-সংলগ্ন দক্ষিণ উপকূলে নিখোঁজ জেলেদের মধ্যে থেকে একজন ছাড়া বাকি সবাই উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।