রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি: ২০ আগষ্ট,শনিবার ‘সি’ ইউনিট/বাণিজ্য অনুষদ এর পরীক্ষার মাধ্যমে ২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হলো। গত ৩০ জুলাই এ ইউনিট / বিজ্ঞান অনুষদের পরীক্ষার মাধ্যমে শুরু হয়,গত ১৩ আগষ্ট বি ইউনিট এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছিলো ২ লাখ ৯৪ হাজার ৫১৪ টি।বিজ্ঞান অনুষদে ১ লাখ ৬১ হাজার ৭২৬ জন,মানবিক অনুষদে ৯০ হাজার ৬১৮ জন এবং বানিজ্য অনুষদে মোট ৪২ হাজার ১৭০ জন আবেদন করেন।
বেলা ১২ টায় শুরু হওয়া এ ভর্তি পরীক্ষায় সকাল ৯ টা থেকে শিক্ষার্থীরা ভীড় করতে শুরু করে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ১৮ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুচ্ছ নিয়ে সৃষ্টি কিছু প্রশ্নের উত্তর দেন। শিক্ষার্থী ও অভিভাবকরা শুরু থেকেই অভিযোগ করে এসেছিল যে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিতে চাইলেও প্রশ্ন পুরো সিলেবাস থেকে করা হয়েছে,প্রশ্নপত্রে অনেক কম জায়গায় বেশি প্রশ্ন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ ইমদাদুল হক প্রশ্ন সম্পূর্ণ সিলেবাসে হওয়ার প্রশ্নে বলেন, “প্রশ্নপত্র যদি এতোই খারাপ হতো তবে ৫৬% শিক্ষার্থী পাশ করতে পারত না,আর ৮৭ নম্বর পেয়ে প্রথম হতো না।আমাদের কাছে কোন শিক্ষার্থী অভিযোগ করে নি।দেখা যায় অভিভাবকরা এই বিষয়ে বেশি অভিযোগ করছে।প্রশ্নপত্র নিয়ে তিনি আরো বলেন আমরা যদি প্রশ্ন দুইপেইজে করি তবে আমাদের প্রশ্ন ভাজ করার জন্য আরো বেশি লোকের প্রয়োজন হতো।লোকজন যত বেশি হবে প্রশ্নফাঁস হওয়ার সুযোগ তত বাড়বে।দুই বছরে কিন্তু প্রশ্নপত্র ফাঁস বা অনিয়মের কোন অভিযোগ নেই”
তিনি আরো জানান, “যতদ্রুত সম্ভব ভর্তি কার্যক্রম শুরু করা হবে এবং জানুয়ারীর মাঝে পাঠদান শুরু করা হবে।”