লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আছমা বেগম (৩০) নামে এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে হাজীমারা পুলিশ ফাঁড়ি। উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর কাচিয়া গ্রামের আশ্রায়ণ প্রকল্পের একটি কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়। আজ সকাল থেকে স্বামী খোকন গাজী পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১৭ আগষ্ট আছমা বেগম ও তার স্বামী খোকন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বিবাদ হয়।
ঝগড়া বিবাদের পর আছমা বেগমের স্বামী তার স্ত্রীকে ঘরের ভিতর রেখে বাহির থেকে তালা দিয়ে বের হয়ে যায়। আজ দুপুরে আশ্রায়ণ প্রকল্পে তাদের নামে বরাদ্দকৃত কক্ষের ভেতর দুর্গন্ত পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ কক্ষের তালা ভেঙে আছমা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি।
প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তার স্বামী খোকন গাজীকে গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।