কুুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত ওকে হোটেলসহ ৪টি হোটেল ও দু’জন সার ব্যবসায়ীর কাছ থেকে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের সংশ্লিষ্ট ধারায় এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, উলিপুর বাজারে অবস্থিত ওকে হোটেলে ২০ হাজার , পাবনা ভাগ্যলক্ষ্মী -১ নম্বর দোকান ৫ হাজার, ২ নম্বর দোকান ৫ হাজার ও পাবনা বণফুল সুইট এর ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর আওতায় সার বিক্রেতা মেসার্স রাশেদ ট্রেডার্স এর ১৫ হাজার টাকা ও অপুতপু টেড্রার্স এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইণের প্রযোজ্য ধারায় এসব জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় । এ সময় উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন।
অভিযোগ রয়েছে, উলিপুর বাজারে দীর্ঘদিন ধরে কতিপয় খাবার দোকানে নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বাসি খাবার গরম করে পরিবেশন করা হচ্ছিল।