( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ আগস্ট২২) ইং সন্ধ্যা সারে ৭ ঘঠিকায় বিজিবির টহল দলের অভিযানে ধর্মঘর ইউনিয়নর গোবিন্দ পুর গ্রামের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী দের আটক করা হয়।
আটককৃতরা হল রাজবাড়ী জেলা ও থানার মাটিপাড়া বেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক কাজীর ছেলে -কাজী মফিজুল(১৯)
একই জেলা থানার মোল্লপোড়া গ্রামের মোঃ বিকুল মিয়ার ছেলে শরিফুল মিয়া (১৯)।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস কবির পিএসসি জানান, শনিবার সন্ধ্যার দিকে ধর্মঘর বিওপির হাবিলদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবির টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের ১৯৯৭ মেইন পিলার হতে আনুমানিক ৯শত গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ী দেরকে আটক করে এবং তাদের স্কুল ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।