চলতি মাসে মুক্তি পেয়েছে একগুচ্ছ নতুন সিনেমা আর ওয়েব সিরিজ। ‘লাইগার’ এর মতো বিগ বাজেটের বলিউড সিনেমা মুক্তি পাবে এ মাসেই। ওটিটিতে আসবে ‘শেরদিল’, ‘হিট দ্য ফার্স্ট কেস’ এবং ‘হাউস অফ দ্য ড্রাগন’। এছাড়া এ সপ্তাহে আরও অনেক সিনেমা ওটিটিতে আসছে যা বেশ আলোচিত ছিল সিনেমা হলে মুক্তির আগে।
সংসার সামলানোর দায়িত্ব বাবা-মা দুজনেরই। তার জন্য প্রয়োজন বাচ্চাদের সময় দেয়া, তাদেরকে বোঝা। বাচ্চাকাচ্চা নিয়ে সংসারে প্রতিদিনের ঝুট-ঝামেলা নিয়ে নির্মিত চরকি ফ্লিক ‘সংসার আনলিমিটেড’। ১৮ আগস্ট থেকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে সিনেমাটি। প্রধান চরিত্রে থাকছেন ইরেশ যাকের। সাথে রয়েছে মৌসুমি হামিদ, মীর রাব্বিসহ বেশ কিছু শিশুশিল্পী।
আকাশনগর সেন্ট্রাল জেলে ৫০ বছর ধরে বন্ধ ১৪৫ নম্বর সেল। হঠাৎ একদিন সেখানে পাওয়া গেল অতিরিক্ত এক কয়েদিকে। এ কয়েদি কোথা থেকে এলো? কীভাবেই বা ঢুকলো বন্ধ সেলে? এই রহস্য নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর অরিজিনাল সিরিজ ‘কারাগার’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত এ সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ১৮ আগস্ট থেকে হইচই’এ স্ট্রিমিং শুরু হয়েছে সিরিজটির।
জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ‘শেরদিলঃ দ্য পিলভিট সাগা’ গত ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে আসছে সিনেমাটি। পঙ্কজ ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে সায়নি গুপ্ত ও নীরাজ কবিকে। চলচ্চিত্রটি বনে ঘেরা এবং বাঘের জনসংখ্যাসহ একটি গ্রামের সমস্যাকে ঘিরে বোনা হয়েছে। পরিচালনা করছেন সৃজিত মুখার্জি।
অবৈধভাবে সিনেমা, গান কিংবা ওয়েব সিরিজ অনলাইনে লিক করে দেয়া ভারতের সবচেয়ে বড় পাইরেসি সাইট তামিল রকার্সের নাম কে না শুনেছে। এবার খোদ এ বিষয়টিকে নিয়েই ওয়েব সিরিজ তৈরি করেছেন দক্ষিণী পরিচালক আরিভাজাঘান। ১৯ আগস্ট সিরিজটি মুক্তি পেয়েছে সনি লাইভে।
রিডলি স্কটের নতুন সায়েন্স ফিকশন শো ‘রেইজড বাই উলভস’। এইচবিও ম্যাক্সে প্রথম দুই সিজনের তুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। একদল মানব শিশু বেড়ে উঠছে পৃথিবীর বাইরে এক ভিন্ন গ্রহে। সিরিজটিতে দেখা যাবে একটি অন্ধকার গল্প, জনশূন্যতা এবং পৃথিবীকে ধ্বংসের ষড়যন্ত্র।
মহামারির সময়ে বিশ্বজুড়ে ওটিটি বাণিজ্য বেড়েছিল হুহু করে। বিদেশি প্লাটফর্মের সাথে দেশিয় অনেক নতুন প্লাটফর্ম যাত্রা শুরু করেছিল এ সময়। কিন্তু সম্প্রতি দর্শকরা আবারও মুখ ফিরিয়ে নিচ্ছে ওটিটি থেকে। নেটফ্লিক্সের ব্যবসায় নেমেছে ধস। সিনেমা হলে আবারও ফিরছে সবাই। তবু এখনও ওটিটিতেই ভরসা রাখছে পরিচালক-প্রযোজক। ওটিটির ভবিষ্যৎ কতদূর, তা বলবে