ইউক্রেনের সামরিক অস্ত্রাগারগুলোয় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। রোববার (২১ আগস্ট) এক বিবৃতিতে এমন দাবি জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, মিসাইল ছুড়ে ওডেসা অঞ্চলের একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করা হয়েছে। তাতে মজুদ ছিলো যুক্তরাষ্ট্রের পাঠানো হাইমার্স রকেট সিস্টেম, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সামরিক সরঞ্জাম। এছাড়া খেরসন অঞ্চলে দুটি ‘M-777’ হাউ-ইটজার ধ্বংসের কথা জানিয়েছে মস্কো। একইদিন ঝাপোরজিয়া এলাকায় একটি জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে। যাতে মজুদ ছিলো ১০০ টনের বেশি ডিজেল।
গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা কাঠামো ভেঙ্গে দেয়ার জন্য প্রথমেই অস্ত্রভাণ্ডারগুলোয় চালানো হয় হামলা। অবশ্য পশ্চিমাদের সহযোগিতায় অন্তত ৩০টি রুশ সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করছে কিয়েভ।