এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে সাকিব বাহিনীর। শনিবার অনুশীলন শুরু করেছে টাইগাররা। দুটি ২০ ওভারের প্রস্তুতি ম্যাচও খেলবে অনুশীলনে। গতকাল ছিল প্রথম অনুশীলন ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের ‘লাল’ দল ও আফিফ হোসেন ধ্রুব’র ‘সবুজ’ দল। চলতি মাসে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে।
টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলায় এখনও দল ধুঁকছে। সামনে দুটি বড় টুর্নামেন্ট- এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। নতুন করে দলের সঙ্গে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম।
নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না। সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন সাকিব।
মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’