অস্ট্রেলিয়ার ইতিহাসে সাদা বলের ক্রিকেটে কিংবদন্তিতুল্য ক্রিকেটার শেন ওয়াটসন বেছে নিয়েছেন টি-টোয়েন্টিতে সেরা পাঁচ ক্রিকেটার। দ্য আইসিসি রিভিউ এর আলাপকালে অস্ট্রেলিয়ার কন্ডিশনে টি-টোয়েন্টির সেরা একাদশ বেছে নেয়ার সময় সেরা পাঁচ ক্রিকেটারের তালিকা করেন তিনি।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পালন করা এই সাবেক অলরাউন্ডারের তালিকায় আছেন ৪ ব্যাটার ও ১ বোলার। এদের মাঝে দুইজনই পাকিস্তানের।
১. বাবর আজম: তালিকার প্রথম নামটাই বাবর আজমের। তার সম্পর্কে ওয়াটসন বলেন, প্রথম নাম বাবর আজম। সে এই মুহূর্তে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার এবং কীভাবে আধিপত্য বিস্তার করতে হয় তা সে জানে। তার ব্যাটিং দেখলে মনে হয় খুব বেশি ঝুঁকি নিচ্ছে না। কিন্তু কী অবলীলায় সেরা বোলারদের বিরুদ্ধে দ্রুত রান করে ফেলে! আর অস্ট্রেলিয়ার কন্ডিশনেও রান করার জন্য উপযোগী টেকনিক তার রয়েছে।
২. সূর্যকুমার যাদব: ওয়াটসন বলেন, দ্বিতীয় নামটি সূর্যকুমার যাদবের। সে সত্যিই দুর্দান্ত ব্যাট করছে। সেই সাথে বলতে হয় লোকেশ রাহুলের কথা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সে যদি বিস্ফোরক ব্যাটিং করে তবে অবাক হবো না। সেই সামর্থ্য তার আছে।
৩. ডেভিড ওয়ার্নার: স্বদেশী ডেভিড ওয়ার্নারের নাম তিন নম্বরে নিয়ে এসে ওয়াটসন বলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শিরোপা জিতিয়েছেন ওয়ার্নার। সেই সাথে, দিল্লি ক্যাপিটালসের হয়েও দারুণ কিছু ইনিংস খেলেছে সে। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে আগুন ঝরাতে চাইবে সে।
৪. জস বাটলার: ইংল্যান্ডের এই হার্ড হিটিং উইকেটকিপার ব্যাটার সম্পর্কে শেন ওয়াটসন বলেন, আইপিএলে সবাই দেখেছে, তাকে আউট করা যাচ্ছে না। আর আইপিএলে এক আসরে চারটি সেঞ্চুরি বাটলারের আগে কেবল ভিরাট কোহলিই করেছিলেন। সে যখন ফর্মে থাকে, মূলত এখন যেমন ফর্মে আছে, টি-টোয়েন্টি বাটলারকে আউট করা কঠিন। বিশ্বের সেরা বোলারদের মাঠের যেখানে খুশি সেখানে পাঠাতে পারে সে। আর অস্ট্রেলিয়ার কন্ডিশনও তার চেনা। বিগ ব্যাশেও খেলেছে। আর সামনে জস বাটলার আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।
৫. শাহীন আফ্রিদি: তালিজায় একমাত্র বোলার হিসেবে শাহীন শাহ আফ্রিদির কথা উল্লেখ করে শেন ওয়াটসন বলেন, তার উইকেট দখলের সামর্থ্য অন্য রকম। নতুন বলে বিশ্ব সেরা ব্যাটারদের ভোগাতে দেখেছি তাকে। আর অজি কন্ডিশনে যদি সে ভালো না করে তবেই বরং অবাক হবো, যেখানে বাউন্সি উইকেটে বল সুইং করে। তাকে নিয়ে একমাত্র চিন্তার বিষয় হচ্ছে। নতুন বলে উইকেট না পেলে তাকে কিছুটা সংগ্রাম করতে হয়। আমার ধারণা, এ নিয়ে সে কাজ করছে।