আবুধাবিতে অনুষ্ঠেয় এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ নিযুক্ত হয়েছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার আফতাব আহমেদ। আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন আফতাব। এর আগে, ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স। এ ছাড়া বাংলা টাইগার্সের টিম মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
বাংলাদেশের হয়ে ১৬টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফতাব আহমেদ। সবগুলো ফরম্যাটে পঁচিশের নিচে থাকলেও সময় বিবেচনায় বেশ মারকুটে ছিলেন আফতাব। নিজের খেলা ১১ টি-টোয়েন্টিতে ২২৮ রান করেছেন তিনি। ১২৮ এরও বেশি স্ট্রাইকরেটে এই রান তুলেছেন তিনি।