রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ
২২ ই আগষ্ট দিবাগত গভির রাতের জয়পুরহাট শহরের হত দরিদ্র প্রতিবন্ধির নৈশ প্রহরী রাজকুমারের কর্মস্থলের ভিডিও দেখে তাৎক্ষনিক পরিবারকে সেলাই মের্শিন ও নগদ টাকা দিয়ে সহযোগিতার হাত বেড়ে দিলেন যুক্তরাষ্ট ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাশী ফরিদা ইয়াসমীন জেসী। ঢাকা অফিসের সহযোগীতায় বুধবার দুপুরে শহরের বৈরাগীর মোড় এলাকায় নৈশ প্রহরীর বাড়িতে স্ত্রীর গিতুরানীর হাতে সেলাই মেশিন ও নগদ টাকা তুলে দেন জয়পুরহাট পৌরসভার স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর পাপীয়া বারীক।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা ফজলে বিন রয়েল, বিশিষ্ট ব্যাবসায়ী বিপ্লব হোসেন, ফারুক হোসেন, মোস্তফা আহম্মেদ বাবু, ফেরদৌস হোসেন সহ অনন্যরা।
আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাশী ফরিদা ইয়াসমীন জেসী জানান, সংগঠনটির মাধ্যমে প্রতিবন্ধী, অসহায়, দুস্থ্য মানুষের স্বাবলম্ভী করার কার্যক্রম চলমান থাকবে।
জয়পুরহাট পৌরসভার ৪,৫,৬ ওয়াডের মহিলা কাউন্সিলর পাপিয়া বারীক বলেন, সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাশী ফরিদা ইয়াসমীন জেসী প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তিনি আরো বলেন, এই এলাকায় অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করার অনুরোধ করছি।