ইমতিয়াজ উদ্দীন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ১৫ই আগষ্টের কর্মসূচি অনুযায়ী ২৪ ই আগষ্ট রোজ বুধবারে রায়পুর বাস টার্মিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ্,পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ বিন জাকারিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তানভির হায়দার চৌধুরী রিঙ্কু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ মাষ্টার,উপজেলা ছাত্রলীগের আহবায়ক পাপেল মাহমুদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মাহবুবুর রহমান রিজভী । এর আগে একই তারিখে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ করার ঘোষণা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় বিএনপির সমাবেশের অনুমতি পুলিশ প্রশাসন দেয়নি পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় তাদের সমাবেশ ২৯ ই আগষ্টে একই স্থানে অনুষ্ঠিত হবে।