রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জয়পুরহাট জেলায় মঙ্গলবার আনষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, জয়পুরহাটের ১২ লাখ মানুষের জানমালের জিম্মাদারীর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি যেন সেই দায়িত্ব যথাযতভাবে পালন করতে পারি সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি জয়পুরহাটের মানুষকে স্বস্তি দিতে এসেছি।তিনি আরও বলেন দায়িত্বে অবহেলা করে হাসরের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে চাই না।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ নূরে আলম ২৫তম বিসিএস পুলিশ সার্ভিসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ লাভ করেন। কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে সদর সার্কেল রাঙ্গামাটি, কলাপাড়া সার্কেল পটুয়াখালী, শিবালয় সার্কেল মানিকগঞ্জ, সহকারী পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্টোপলিটন পুলিশ, কমান্ডার হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ ও নারায়নগঞ্জ জেলা, সর্বশেষ পুলিশ সুপার হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিবি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করে জয়পুরহাটের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন ।
পুলিশ বিভাগে চাকরিতে আসার পর থেকে পেশাগত দায়িত্ব পালনে জনগনের সেবার বিষয়টি নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে বিশ্লেষন করেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় স্বীকৃতি স্বরুপ তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদোন্নতি দেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।