কুুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়ে আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বুধবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে নতুন পুলিশ সুপারের সাথে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচয় এবং খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে অত্যন্ত হৃদ্যতা পুণ্য পরিবেশে আলোচনা করেন পুলিশ সুপার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, মাহফুজার রহমান টিউটর প্রমুখ।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চোরাচালান ও বিভিন্ন সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নেন নতুন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। তিনি এসময় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ।
জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ২৪ ঘন্টা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কুড়িগ্রামের মানুষকে সেবা দেয়া ও সেবা নিতে এসে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়েই কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।